Top Newsআন্তর্জাতিক

ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে ধর্ষণ, পরে বার্তা ‘আবার আসবো’

মোহনা অনলাইন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের কোন্ধোয়ার একটি অভিজাত আবাসিক এলাকায় ২৫ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয়ের ছদ্মবেশে ওই তরুণীর বাসায় ঢুকে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি কুরিয়ার কর্মী সেজে তরুণীর ফ্ল্যাটে আসে। তরুণী জানান, তার নামে কোনো কুরিয়ার আসেনি। এরপরও অভিযুক্ত ব্যক্তি একটি জরুরি ডেলিভারির কথা বলে স্বাক্ষর নেওয়ার অনুরোধ করে। কথোপকথনের একপর্যায়ে তরুণী দরজা খোলার সঙ্গে সঙ্গে অভিযুক্ত তার মুখে একটি স্প্রে ছুঁড়ে মারে এবং তারপর তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীর মোবাইল ফোন ব্যবহার করে নিজের একটি সেলফি তোলে এবং একটি বার্তা রেখে যায়— “আমি আবার আসবো।”

পুলিশ ইতোমধ্যে একটি ধর্ষণ মামলা করেছে এবং অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা পুনের অভিজাত আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার ও বহিরাগত প্রবেশে কঠোরতা চাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button