
নব্বই দশকের ঢাকার অপরাধজগত এবং আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। গেল বছরের মার্চে এই সিনেমার ঘোষণা দেন পরিচালক আবু হায়াত মাহমুদ। শুরুতে শোনা গিয়েছিল, এতে অভিনয় করবেন মোশাররফ করিম ও শরিফুল রাজ।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ‘কালা জাহাঙ্গীর’ হয়ে পর্দায় আসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন। জানা গেছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, পারিশ্রমিকসহ অন্যান্য বিষয় প্রায় চূড়ান্ত হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা।
২০২৫ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ীই শাকিব খানকে যুক্ত করা হয়েছে। সিনেমায় তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। তার সিডিউলও ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম।
গল্পে উঠে আসবে নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব চিত্র, যেখানে ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসী ‘কালা জাহাঙ্গীর’-এর নানা ঘটনা থাকবে গল্পের মূল উপজীব্য।