বিনোদন

ফের পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

মোহনা অনলাইন

পহেলগামে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে ডিজিটাল ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করেছিল ভারত। সেই দেশের একাধিক সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার ও ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম) ভারতে ব্লক করে দেওয়া হয়।

কিন্তু বুধবার হঠাৎ করেই ভারত থেকে বেশ কিছু পাক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখা যাচ্ছিল। তার মধ্যে ছিলেন হানিয়া আমির, দানিশ তাইমুর, আহাদ রাজা মীরের মতো তারকা। এর পরেই প্রশ্ন উঠছিল, তবে কি ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত? বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এ দিন সকাল থেকেই ফের পাকিস্তানের একাধিক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারত থেকে অ্যাকসেস করা যাচ্ছে না। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে একগুচ্ছ পদক্ষেপ করেছিল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ পর্যটকদের উপরে হামলা করেছিল। বৈসরন উপত্যকায় গুলিবিদ্ধ হয়ে ২৬ জন নিহত হয়েছিলেন। তার পরেই সিন্ধু জল চুক্তি রদ করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করা হয় ভারতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button