অপরাধজাতীয়

বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে বেনাপোল স্থলবন্দরের কর্মীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারত থেকে একটি ট্রাক বাংলাদেশের কার্গো ভেহিকল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামাণিকের ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো।

ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার  বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামাণিকের ছেলে।

বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন বলেন, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাক চালকের মাধ্যমে কিছু বাংলাদেশি পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা ভারত থেকে আসা সব ট্রাক তল্লাশি করতে থাকি। এক পর্যায়ে ওই চালকের ব্যাগ থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায়। যার প্রতিটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো। বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট ট্রাক চালকের মাধ্যমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button