বিনোদন

বিদেশি সংস্কৃতির পিছে ছুটবেন কেন? দেশি কালচারকেই ভালোবাসুন

নিক্কি আহমেদ আখি

ভিউ বাণিজ্যের দিকে নজর না দিয়ে আমাদের দেশের অসাধারণ সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী নিকি আহমেদ। তিনি বলেন, “আমাদের দেশে মনিপুরী নৃত্য, রাঙামাটির পানি উৎসবসহ বিভিন্ন এলাকার অনন্য কালচার আছে। এগুলোই আমাদের শক্তি, এগুলো তুলে ধরুন। বিশ্বের কাছে জানান দিন—এটাই আমার বাংলাদেশ।”

সম্প্রতি রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত “গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৪”-এ নৃত্যশিল্পী হিসেবে সম্মাননা গ্রহণকালে এসব কথা বলেন নিকি আহমেদ।

এসময় তিনি আরও বলেন, “দেশের নৃত্যাঙ্গন বহু শিল্পী হারিয়েছে শুধুমাত্র সমাজের নেতিবাচক সমালোচনার কারণে। এখন আর ভয় পাওয়ার সময় নেই। ইন্টারনেট আমাদের হাতে শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিভা সারা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি। তাতেই আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ পাওয়া সম্ভব।”

নিকি বলেন, “বাইরের কালচারে নোরা ফাতেহি, শিল্পা শেঠির মতো শিল্পীরা যেভাবে মুক্তভাবে পারফর্ম করেন, বা ওটিলিয়াকে যখন আমাদের দেশে এনে নাচ করানো হয়, তখন সবাই তা উপভোগ করেন। অথচ আমরা যখন নিজ দেশের শিল্পী হিসেবে একই রকম পোশাকে পারফর্ম করি, তখন সমাজের সমালোচনার শিকার হই। এমন বৈষম্য কেন? আপনারা যদি বিদেশি তারকাদের মেনে নিতে পারেন, তাহলে দেশি শিল্পীদের কেন সমর্থন করবেন না? আমাদের সমাজে অনেক শাকিরা, রিহানা লুকিয়ে আছে; একটু উৎসাহ পেলেই তারাও নিজেকে প্রমাণের সুযোগ পাবে।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিকি জানান, “ইতিমধ্যেই আমি বিশ্বের ১০টি দেশে পারফর্ম করেছি। জুন মাসে থাইল্যান্ডের পলনুরেলা একাডেমিতে বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে বাংলা গানে পারফর্ম করার অনুমতি পেয়েছি। এর আগে আমাকে হিন্দি বা অন্য ভাষার গানে পারফর্ম করতে হতো, এবার প্রথমবার বাংলায় বাঙালি কালচারে পারফর্ম করব। একই মাসে ইন্দোনেশিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নেব। জুলাই মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যালে ৬১টি দেশের মধ্যে একমাত্র আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।”

নিকির প্রত্যাশা, “দেশের মানুষ আমাদের সংস্কৃতিকে ভালোবাসলে, আমাদের শিল্পীদের উৎসাহ দিলে, বাংলাদেশি নৃত্যশিল্পীরাও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button