সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে।
অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।



