Top Newsসংবাদ সারাদেশ

ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

মোহনা অনলাইন

ফেনীতে টানা দুই দিনের মাঝারি ও ভারী বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

তিনি জানান, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

বৃষ্টির ফলে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড ও পেট্রোবাংলো এলাকায় পানি জমে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।

অন্যদিকে, ফুলগাজী বাজারের শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ফেনী উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, “মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি বাড়তে পারে। সম্ভাব্য ভাঙন ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button