কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে নেমে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন তার ক্যাম্পাসের আরও দুই বন্ধু।
মঙ্গলবার সকালে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম কে এম সাদমান রহমান সাবাব (প্রথম বর্ষ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। নিখোঁজ দুইজন হলেন—অরিত্র হাসান ও আসিফ আহমেদ।
হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু জানান, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নামলে তিনজন স্রোতের টানে তলিয়ে যান।
“সাবাবের লাশ উদ্ধার করা গেলেও অন্য দুইজন এখনো নিখোঁজ। উদ্ধার তৎপরতা চলছে।”
নিহতের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, “ফাইনাল পরীক্ষা শেষ করে আমরা পাঁচজন সোমবার কক্সবাজারে বেড়াতে আসি। মঙ্গলবার ভোরে হিমছড়ি সৈকতে যাই। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমি ও আরেকজন ছাতার নিচে আশ্রয় নিই। বাকিরা সাগরে থাকেন। বারবার ডাকা সত্ত্বেও তারা আসছিলেন না। একপর্যায়ে স্রোতে ভেসে যান।”
“কিছুক্ষণ পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। বাকি দুই বন্ধুর খোঁজ পাওয়া যায়নি,” বলেন রিয়াদ।



