বিনোদন

ট্রিপল রোলে হৃতিক রোশান, ফিরতে পারে ‘জাদু’!

মোহনা অনলাইন

বলিউড অভিনেতা হৃতিক রোশান বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে রয়েছেন। এটি হতে চলেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। ‘ওয়ার ২’-এর পর হৃতিক রোশনের ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা এখন ঘিরে রয়েছে ‘কৃষ ৪’ ছবিকে ঘিরে। আর এবার সেই উত্তেজনা বাড়িয়ে দিতে আসছে একের পর এক চমক।

প্রথমেই রয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাকের খবর, যা ভক্তদের মধ্যে উল্লাসের ঝড় তুলেছে। এবার জানা গেছে, ‘কৃষ ৪’-এ যুক্ত হচ্ছেন প্রীতি জিনতা এবং বর্ষীয়ান অভিনেত্রী রেখাও। অর্থাৎ ‘কই মিল গ্যায়া’ এবং প্রথম দিকের ‘কৃষ’ সিরিজের আবেগঘন স্মৃতি ফিরিয়ে আনতেই জোর প্রস্তুতি চলছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কৃষ ৪’-এ হৃতিক রোশন থাকছেন তিনটি ভিন্ন চরিত্রে। টাইম ট্র্যাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের নানা পর্যায়ে দেখা যাবে কৃষকে, যেখানে তাকে লড়তে হবে এক ভয়ঙ্কর শত্রুর সঙ্গে।

সবচেয়ে বড় চমক হচ্ছে, এই ছবির পরিচালনায় থাকছেন স্বয়ং হৃতিক রোশন নিজেই। ‘কৃষ ৪’ হবে তার প্রথম পরিচালিত ছবি। টাইম ট্র্যাভেলের মতো একটি জটিল ও অভিনব কনসেপ্ট বলিউডে এই প্রথমবার এভাবে আসছে।

ইতিমধ্যে মুম্বইয়ের ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে পুরোদমে শুরু হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। ভিএফএক্স টিম ব্যস্ত রয়েছে ছবির প্রি-ভিজুয়ালাইজেশনের কাজে, আর হৃতিক নিজে স্ক্রিপ্টের শেষ মুহূর্তের টাচ দিচ্ছেন আদিত্য চোপড়া এবং তার রাইটার্স টিমের সঙ্গে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

এদিকে হৃতিক এখন ব্যস্ত রয়েছেন তার পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’-এর প্রচারে। এই ছবিতে হৃতিকের সঙ্গে ভিলেন চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় গর্ভবতী অভিনেত্রী কিয়ারা আদভানি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button