বিগত তিনটি নির্বাচনকে বৈধ বলে ‘সার্টিফিকেট’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, “নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন কানাডার হাইকমিশনার। আমরা আমাদের প্রস্তুতির অগ্রগতি, ভোটারদের সচেতনতা বাড়াতে নেওয়া উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে তাকে জানিয়েছি। তারা চায়, আমরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি।”
তিনি আরও জানান, বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে কানাডা কমিশনকে পরামর্শ দেবে।
সিইসি বলেন, “কানাডা আমাদের নির্বাচনী কমিটমেন্ট শুনে সন্তুষ্ট। তারা ব্যালট প্রকল্পসহ বিভিন্নভাবে সহযোগিতা করতে আগ্রহী।”
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে। তবে বিগত তিনটি নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছেন, তাদের আমরা এবার আমন্ত্রণ জানাব না।”



