Top Newsঅর্থনীতি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বুধবার আলোচনা: বাণিজ্য উপদেষ্টা

মোহনা অনলাইন

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীকাল (বুধবার) উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “এই বিষয়ে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক রয়েছে। আমরা ইতিবাচক ফলাফলের আশা করছি।”

বর্তমানে তিনি ওই বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে অবস্থান করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, “৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আলোচনা অব্যাহত আছে। আগামী ৯ জুলাই পরবর্তী বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। বাংলাদেশ সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, এবং এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি।”

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, “শুল্ক আরোপসংক্রান্ত একটি চিঠির পাশাপাশি যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তির খসড়া নথিও পাঠিয়েছে।” তিনি বলেন, “নথিটি বেশ বিশদ এবং আমি এখনো পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি। আমাদের বুঝতে হবে যুক্তরাষ্ট্র কী চাইছে এবং তারা কতটা শর্ত পুনর্বিবেচনায় প্রস্তুত।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তবে আলোচনার সুযোগ এখনো খোলা রয়েছে। যদিও ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা বলা হয়েছে, তবুও দুই দেশের মধ্যে আপসের সম্ভাবনা থাকছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button