ইউক্রেনের ওপর রাশিয়ার লাগাতার হামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও ইউক্রেনে অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাবে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের ইউক্রেনে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো প্রয়োজন, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে।’
তিনি বলেন, ‘ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। এতে বহু মানুষ নিহত হচ্ছে। আমরা এই অবস্থায় বসে থাকতে পারি না।’ একইসঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি পুতিনের ওপর সন্তুষ্ট নই।’
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তিন বছরের এই যুদ্ধে ইউক্রেন বর্তমানে রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৫ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। তবে ট্রাম্প বরাবরই ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করে এসেছেন। চলতি বছর জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়নি।



