বিনোদন

ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে মামলা

মোহনা অনলাইন

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার নামে এক নারী এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে।

এজাহারে বলা হয়, গত ২ জুন রাজধানীর কোরবানির গরুর হাটে ডিপজলের আগমনের খবর পেয়ে রাজিদা তার সঙ্গে দেখা করতে যান। তখন ডিপজল তার সহকারীকে নির্দেশ দেন তাকে বের করে দিতে। এরপর ফয়সালসহ ৮-১০ জন রাজিদাকে মারধর করে রশি দিয়ে টেনে বের করার চেষ্টা করেন।

বাদীর অভিযোগ, একপর্যায়ে একজন একটি ছোট গ্যালন এনে তার ঘাড়ের ওপর ঢেলে দেন, যার ফলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তিনি ৪ থেকে ১১ জুন পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন।

মামলায় আরও বলা হয়, ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের সহকারী তাকে ফোনে হুমকি দেন এবং মামলা না করার জন্য ভয় দেখান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button