Top Newsজাতীয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মোহনা অনলাইন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া ১৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিচারপতি ফারাহ মাহবুব (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০২৩ সালের ১৭ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদ এবং গণভোট বিলুপ্তিসংক্রান্ত ৪৭ ধারা বাতিল ঘোষণা করা হয়েছে। এতে ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীতে যুক্ত ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান পুনর্বহাল হলো।

রায়ে বলা হয়, পঞ্চদশ সংশোধনীর সব বিধান বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের দায়িত্ব জাতীয় সংসদের ওপর ছেড়ে দেওয়া হলো। সংসদ চাইলে জনগণের মতামত নিয়ে সংশোধন ও পরিবর্তন করতে পারবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয় এবং ৩ জুলাই তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এই সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত বছরের ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক রিট দায়ের করেন। এরপর ১৯ আগস্ট হাইকোর্ট রুল জারি করে, যার চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button