Top Newsসংবাদ সারাদেশ

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন এলাকা, সড়ক যোগাযোগ ব্যাহত

মোহনা অনলাইন

ফেনীতে টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে শহরে জলাবদ্ধতা কিছুটা কমে আসায় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভাঙনের পরিস্থিতি:

পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী:

  • মুহুরী নদী: পরশুরামে জঙ্গলঘোনা (২টি), অলকা (৩টি), শালধর (১টি); ফুলগাজীর উত্তর শ্রীপুর (১টি)।

  • সিলোনিয়া নদী: পরশুরামের গদানগর (১টি), ফুলগাজীর দেড়পড়া (২টি)।

  • কহুয়া নদী: পরশুরামের সাতকুচিয়া (২টি), বেড়াবাড়িয়া (১টি); ফুলগাজীর দৌলতপুর (১টি)।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে এসব স্থানে ভাঙন শুরু হয়। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

স্থানীয়দের দুর্ভোগ:

ফুলগাজীর নিলক্ষ্মীর বাসিন্দা মাসুদুর রহমান জানান, পানি কিছুটা কমলেও বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। মোবাইল নেটওয়ার্ক সমস্যাও রয়েছে, যা আগের বছরেও ছিল।

পরশুরামের তুলাতলীর বাসিন্দা আরিফ হোসেন বলেন, সন্ধ্যার পর থেকে পানি দ্রুত বেড়েছে। রাস্তাঘাট ডুবে গেছে, যান চলাচল বন্ধ, আর বন্যার্তদের জন্য কোনো ত্রাণ সহায়তা এখনো পৌঁছায়নি।

শহরের একাডেমি এলাকার বাসিন্দা আজগর বলেন, কিছু এলাকায় কোমরসমান পানি ছিল। পানি নামলেও ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় সমস্যা থেকে যাচ্ছে। তিনি দ্রুত খাল দখলমুক্ত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান।

প্রশাসনের বক্তব্য:

পরশুরামের ইউএনও আরিফুর রহমান জানান, রাত থেকে নতুন করে কোনো ভাঙন হয়নি। প্লাবিত এলাকাগুলোর মানুষদের সহায়তায় প্রশাসন কাজ করছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত কিছুটা কমলেও আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, এখন পর্যন্ত ১১টি ভাঙনের খবর পাওয়া গেছে। নদীর পানি এখনো বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। উজানে বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button