Top Newsআন্তর্জাতিক

পুতিন অনেক মানুষ হত্যা করছেন : ট্রাম্প

মোহনা অনলাইন

ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন—তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছে।”

বুধবার (৯ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন। সবসময়ই খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায় এসবের কোনও মানে নেই।”
তিনি আরও জানান, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। তার ভাষায়, “আমি আপনাদের এখনই বলে দিতে পারি না। একটু চমক থাক না?”

একইদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে জানান, ইউক্রেনের পাশে থাকার জন্য যুক্তরাজ্য ও ফ্রান্স একটি যৌথ জোট গঠন করেছে। তিনি বলেন, “যুদ্ধবিরতি আনতে এবং আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল ও টেকসই শান্তির পথ তৈরিতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। কারণ ইউক্রেনে যা ঘটছে, তা ইউরোপের নিরাপত্তা ও মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।”

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করবে। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্রের মজুদ কমে যাওয়ায় সাময়িকভাবে কিছু সরবরাহ স্থগিত রাখা হয়েছিল। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি নিয়ে একটি “সক্ষমতা পর্যালোচনা” চলছে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেও যুদ্ধ বন্ধে তেমন অগ্রগতি হয়নি। গত মে মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত এক চুক্তি হলেও যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষ এখনও একমত হতে পারেনি।

এদিকে, মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে পরবর্তী আলোচনার সম্ভাব্য তারিখের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। “তারিখ নির্ধারিত হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে,” বলেন তিনি।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনজুড়ে রাশিয়ার দূরপাল্লার হামলা বেড়েছে এবং একাধিক ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। সর্বশেষ, রাশিয়া দাবি করেছে তারা দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি দখলে নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button