২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি অংশ নিচ্ছেন ওয়াশিংটন ডিসিতে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন। বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত বাণিজ্য সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
এর আগে, ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক হারের বিষয়ে চিঠি পাঠান। এর পরপরই বাংলাদেশ প্রথম দফা আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর একটি হয়ে উঠে।
২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার অগ্রগতি অনুযায়ী, বাংলাদেশ দ্রুত চুক্তিটি চূড়ান্ত হওয়ার আশা করছে।



