Top Newsসংবাদ সারাদেশ

বড়পুকুরিয়ায় কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

মোহনা অনলাইন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় ওয়াং জিয়াং গুয়ো (৫৬) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি শিফট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে খনির ১২৩৫ ফুট গভীরে ১৩০৫ নম্বর ফেইসে কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। হাইড্রোলিক সাপোর্ট সরিয়ে নেওয়ার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত ছিলেন ওয়াং জিয়াং গুয়ো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, ২৩ জুন ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হওয়ার পর সরঞ্জাম সরিয়ে ১৪০৫ নম্বর ফেইসে নেওয়ার কাজ চলছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button