বলিউডে আবারও উঠছে নেপোটিজম ও ক্ষমতার লড়াইয়ের অভিযোগ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর পর, এবার সেই একই পথের আশঙ্কায় কার্তিক আরিয়ান। অভিযোগ এনেছেন সংগীত পরিচালক অমল মালিক।
এক সাক্ষাৎকারে অমল মালিক বলেন, বলিউডের কিছু প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক উঠেপড়ে লেগেছেন কার্তিক আরিয়ানকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে।
“কার্তিক বাইরের ছেলে। নিজের প্রতিভা আর পরিশ্রমে জায়গা করে নিয়েছে। একের পর এক হিট ছবি দিয়েছে। আর তাই এখন ওকে সরানোর পরিকল্পনা চলছে। সবই ক্ষমতার খেলা।”
সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ টেনে অমল বলেন, ঠিক এমনই একটি অন্ধকার খেলায় পড়ে প্রাণ হারান সুশান্ত।
“এই ইন্ডাস্ট্রি এতটাই নির্মম যে একজন মানুষের জীবনও এখানে সুরক্ষিত নয়। সুশান্ত সেই চাপ নিতে পারেননি। কেউ বলেন আত্মহত্যা, কেউ বলেন হত্যা — যেটাই হোক, মানুষটা আর নেই।”
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। বলিউডের একাংশের বিরুদ্ধে তাকে বয়কট করার অভিযোগ উঠে।
কার্তিক আরিয়ান বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তবে বারবার প্রোজেক্ট থেকে বাদ পড়া, বিতর্ক—সব মিলিয়ে আশঙ্কা করছেন অনেকে, সুশান্তের মতোই তাকে ঠেলে দেওয়া হচ্ছে এক অন্ধকার করিডোরে।
অমল মালিকের এই বক্তব্যে ফের সরব হয়েছে বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি। নেপোটিজম, ক্ষমতার লড়াই আর একে একে হারিয়ে যাওয়া প্রতিভাবানদের প্রশ্নে নতুন করে উত্তাল হতে পারে সিনে দুনিয়া।



