Top Newsজাতীয়

দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি

মোহনা অনলাইন

সীমান্ত রক্ষায় প্রয়োজনে জীবন দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না বিজিবির নবীন সৈনিকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নবীন সৈনিকেরা কখনো দেশবাসীকে হতাশ করবে না। তাদের নিশ্ছিদ্র নিরাপত্তাই মানুষের শান্তির ঘুম নিশ্চিত করবে।” মাদক ও অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অবদান তুলে ধরেন তিনি।

বিজিবি প্রধান বলেন, শৃঙ্খলা, সততা, বুদ্ধিমত্তা, আনুগত্য ও পেশাগত দক্ষতা একজন আদর্শ সৈনিকের গুণ। নবীনদের এসব গুণ অর্জনের মাধ্যমে যোগ্য সৈনিক হয়ে উঠার আহ্বান জানান তিনি।

নারী সৈনিকদের প্রসঙ্গে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি আজকের নবীন নারী সৈনিকরাও বিজিবির সম্মান ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কুচকাওয়াজ শেষে বিজিবি মহাপরিচালক সেরা রিক্রুট ও অন্যান্য কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় ট্রিক ড্রিল ও ব্যান্ড ডিসপ্লে।

গত ২৬ জানুয়ারি শুরু হওয়া ২৪ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ১০৩তম ব্যাচের ৬৯৪ জন (পুরুষ ৬৫৮, নারী ৩৬) রিক্রুট আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবন শুরু করে। অনুষ্ঠানে বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button