মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কা ও ফিলিপাইনসহ আরও সাতটি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এসব দেশের পণ্যে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক কার্যকর হবে বলে বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
ট্রাম্পের ঘোষণায় বলা হয়, ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ, ব্রুনেই ও মলদোভার পণ্যে ২৫ শতাংশ, এবং শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া ও লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ প্রকাশিত এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন, যা সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের উদ্দেশে পাঠানো হয়েছে।
চিঠিতে তিনি লিখেছেন, “আমরা আপনাদের সঙ্গে অগ্রসর হতে চাই, তবে সেটি হতে হবে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে।” তিনি আরও সতর্ক করে জানান, শুল্ক এড়াতে কোনো পণ্য অন্য দেশের হয়ে পাঠানো হলে সেসবের ওপরও উচ্চ শুল্ক আরোপ করা হবে। কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র তার জবাবে অতিরিক্ত শুল্ক বসাবে।
এর আগে গত সোমবার (৭ জুলাই) বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ আরও ১৪টি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউস ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শুল্ক কার্যকর হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল ৯ জুলাই, পরে তা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়।



