জুলাই গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।
এদিন মামলার প্রধান আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেবেন।
এর আগে, গত ১ ও ৭ জুলাই মামলাটির অভিযোগ গঠনের প্রথম ও দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে জুলাই-আগস্টের গণহত্যার নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। মামলার অন্য দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি মামুন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। আন্দোলন দমন করতে গিয়ে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয় বলে অভিযোগ।



