চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
ফলাফল বিশ্লেষণে জানা যায়, এ বছর চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি স্কুলের মোট ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৭২৫ জন এবং ছাত্রের সংখ্যা ৬১ হাজার ৬৬৩ জন।
এবার ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ অর্জনেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট ৬ হাজার ৩৫৩ জন ছাত্রী এবং ৫ হাজার ৪৯০ জন ছাত্র সর্বোচ্চ গ্রেড পেয়েছে।
২০২৪ সালেও একই প্রবণতা দেখা গিয়েছিল। সে বছর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ, যেখানে ছাত্রদের হার ছিল ৮২ দশমিক ২৯ শতাংশ। এছাড়া, ৫ হাজার ৭৫০ জন ছাত্রী এবং ৫ হাজার ৭৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল।



