রাজধানীর ভাটারা থানার একটি বাসা থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামে এক ব্যাংকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুমনের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ চর এলাকায়। তিনি মৃত জসিম উদ্দিনের ছেলে এবং গুলশানে অবস্থিত সিলন ব্যাংকে কর্মরত ছিলেন। তার চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।
সুমনের মামাতো ভাই শাহাবুদ্দিন রাশেদ জানান, ২০১৮ সালে প্রেমের সম্পর্কের পর সুমন বিয়ে করেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। মাসখানেক আগে তিনি স্ট্রোক করেছিলেন। কয়েক দিন আগে তার স্ত্রী দুবাই যান। ৯ জুলাই বাসায় গিয়ে অনেকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, “সপ্তম তলায় নিজ কক্ষে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, স্ত্রী দেশের বাইরে যাওয়ার পর ২ জুলাই থেকে কক্ষটি তালাবদ্ধ ছিল। ৯ জুলাই দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি।”
তিনি আরও বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”



