আন্তর্জাতিক

জারদারির পদত্যাগের গুঞ্জন ষড়যন্ত্রমূলক প্রচারণা: স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

মোহনা অনলাইন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগ সংক্রান্ত গুঞ্জনকে ‘ষড়যন্ত্রমূলক প্রচারণা’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই গুজব সরাসরি অস্বীকার করেন।

নাকভি লিখেছেন, “আমরা ভালো করেই জানি এই মিথ্যাচারের পেছনে কারা রয়েছে। প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই প্রচারণা চালানো হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, “প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা হয়েছে—এমন কোনো আলোচনা হয়নি, এমনকি এমন কোনো চিন্তাও নেই। সেনাপ্রধানও প্রেসিডেন্ট হওয়ার বাসনা প্রকাশ করেননি।” তিনি আরও বলেন, “প্রেসিডেন্টের সঙ্গে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের মধ্যে দৃঢ় ও সম্মানজনক সম্পর্ক বিদ্যমান।”

নাকভির মতে, “সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একমাত্র লক্ষ্য হচ্ছে পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। যারা এই অপপ্রচারে জড়িত, তারা বিদেশি শত্রু গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে কাজ করতে পারে। তবে আমরা ইনশাআল্লাহ পাকিস্তানকে আবারও শক্তিশালী করব।”

এদিকে, জিও নিউজের ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)–এর সিনেটর ইরফানুল্লাহ সিদ্দিকীও এসব গুজবকে ‘বানোয়াট গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, “জারদারি পদত্যাগ করছেন, ইমরানের ছেলেরা আসছেন, নওয়াজ শরিফ আদিয়ালায় যাচ্ছেন—এসব সংবাদ নয়, গল্প।” তার ভাষ্য, “জারদারি কখনো সরকারকে সমস্যায় ফেলেননি এবং একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে সচেতন। পিপিপি ও পিএমএল-এন জোট সরকারের অংশ, কাজেই তাকে সরানোর কোনো যৌক্তিক কারণ নেই।”

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ‘ফিল্ড মার্শাল’ পদবিতে ভূষিত করেন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় তার “দূরদর্শী নেতৃত্ব ও ব্যতিক্রমধর্মী কৌশলগত চিন্তা”কে এ সম্মানে ভূষিত করা হয়।

সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি বলেছেন, সেনাবাহিনীকে লক্ষ্য করে চলা ‘ডিজিটাল সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button