রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) ভোররাতে বিস্ফোরণের পর তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—৩৫ বছর বয়সী রিপন, তার স্ত্রী ২৮ বছরের চাঁদনী এবং তাদের তিন সন্তান: ২২ বছরের তামিম, ১৪ বছরের রোকন ও এক বছরের আয়েশা।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, পাঁচজনেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা সংকটজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে গ্যাস লিক করে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।



