‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ঘুমপরী’ ওয়েব সিনেমায় তুমুল জনপ্রিয়তার পর আবারও দর্শকদের ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। এবার তিনি হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ নিয়ে। ভালোবাসা, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েনে গাঁথা এক গল্পকে ঘিরেই তৈরি হয়েছে এই নির্মাণ।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রীতমের বিপরীতে অভিনয় করেছেন গায়িকা জেফার রহমান। এর আগে তাকে দেখা গেছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর মতো জনপ্রিয় ওয়েব কনটেন্টে।
ওয়েব সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। তিনি জানান, “এই প্রজেক্টের পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল। শুরু করার কথা ছিল দুই বছর আগে। নানা কারণে পিছিয়ে গেলেও অবশেষে কোরবানির ঈদের আগেই শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।”
প্রীতম-জেফারকে একসঙ্গে পেয়ে দারুণ খুশি নির্মাতা। তার ভাষায়, “প্রীতম আগেও আমার সঙ্গে কাজ করেছে, ওর অভিনয় বরাবরই চমৎকার। আর জেফার খুব মনোযোগী ও দায়িত্বশীল শিল্পী। এই ফিল্মে তাদের মধ্যে দারুণ এক কমেডি রসায়ন তৈরি হয়েছে, যা দর্শকদের আনন্দ দেবে বলেই বিশ্বাস।”
তবে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে নারাজ শিহাব শাহীন। তিনি বলেন, “গল্পটা একটু ব্যতিক্রমধর্মী। রহস্যটা আপাতত থাকুক। শুধু এটুকু বলতে পারি—এখানে থাকবে হাসি, বন্ধুত্ব, সম্পর্ক আর জীবনের কিছু দারুণ মুহূর্ত।”
উল্লেখ্য, গেল রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শিহাব শাহীনের সিনেমা ‘দাগি’ দেশ-বিদেশে প্রশংসা কুড়ায়। সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়ার পর ছবিটি আবারও আলোচনায় আসে।



