ইউক্রেনের রাজধানী কিয়েভে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ)’–এর এক কর্নেলকে। ১০ জুলাই, শহরের হোলোসিভস্কি জেলার একটি আবাসিক ভবনের পার্কিং লটে এই হত্যাকাণ্ড ঘটে। হামলার পর হামলাকারী পায়ে হেঁটে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
নিহত ব্যক্তির নাম কর্নেল ইভান ভোরোনিচ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জিন্স পরা একজন ব্যক্তি ভবন থেকে বেরিয়ে পার্কিংয়ে যাওয়ার সময় আরেকজন তার দিকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। রয়টার্স জানিয়েছে, ফুটেজের সময় ও স্থান কিয়েভের সঙ্গে মিলেছে, যা স্যাটেলাইট চিত্রে যাচাই করে নিশ্চিত করা হয়েছে।
এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জাতীয় পুলিশের সঙ্গে যৌথভাবে হত্যার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখনও পর্যন্ত হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি সংস্থাটি বা পুলিশ।
২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এসবিইউ শুধু অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, রুশ বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান, অন্তর্ঘাত এবং সীমান্তের পেছনে গুপ্তহত্যার মতো কর্মকাণ্ডেও জড়িত ছিল। ইউক্রেনের বৃহত্তম গোয়েন্দা সংস্থা এসবিইউ-তে হাজার হাজার কর্মকর্তা কাজ করছেন।



