Top Newsসংবাদ সারাদেশ

৩০ বছর সংসার করার পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী

মোহনা অনলাইন

বিয়ের তিন দশক পর জীবনের এক নতুন অধ্যায়ে একসঙ্গে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দম্পতি।

৫১ বছর বয়সী কাইসার হামিদ এবং ৪৪ বছর বয়সী রোকেয়া আক্তার এবার নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.১১ অর্জন করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর তাদের পরিবারে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

দাম্পত্য জীবনের শুরু ১৯৯৪ সালের ১৬ মার্চ। সংসার, সন্তান ও সামাজিক চাপের কারণে শিক্ষাজীবন তখনই থেমে যায়। একে একে পাঁচ সন্তানের জনক-জননী হন তারা। তবে ইচ্ছাশক্তির কাছে বয়স হার মেনেছে—তাই আবার বই-খাতা হাতে তুলে নেন দু’জনে।

পেশায় দুইজনই সাংবাদিক—কাইসার হামিদ দৈনিক নয়াদিগন্ত-এর কুলিয়ারচর প্রতিনিধি এবং রোকেয়া আক্তার দৈনিক বুলেটিন-এ কর্মরত।

কাইসার হামিদ বলেন, “৩০ বছর ধরে সাংবাদিকতা করছি। কাজের স্বীকৃতি ও মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু ভেতরে একটা খচখচে কষ্ট ছিল—এসএসসি পাস করিনি। অনেকে খোঁচাও দিত। এবার আর থামিনি।”

রোকেয়া আক্তার বলেন, “অল্প বয়সে বিয়ে ও সন্তান জন্মের কারণে পড়ালেখা অসমাপ্ত ছিল। বহু বছর সেই অপূর্ণতা বুকে চেপে ছিল। এবার সাহস করে পরীক্ষায় বসে ফলাফল পেয়ে মনে হচ্ছে—একটা পাহাড় যেন সরে গেছে বুক থেকে।”

এই দম্পতির পাঁচ সন্তানই শিক্ষায় নিয়োজিত। বড় মেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, দ্বিতীয় মেয়ে অনার্স শেষ বর্ষে, তৃতীয় মেয়ে নার্সিংয়ে এবং দুই ছেলে যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে পড়ছে।

তাদের মেয়ে জেসমিন সুলতানা বলেন, “মা-বাবা এসএসসি পাস না—এটা প্রকাশ করতে সংকোচ হতো। এখন আমরা গর্বিত। তাদের এই অর্জন আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button