বিনোদন

ফুলে সাজানো ছবি, আশা ভোঁসলের মৃত্যুর ভুয়ো খবরে বিরক্ত পরিবার

মোহনা অনলাইন

জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে-র মৃত্যুর খবর শুনে ভক্তরা হতবাক হয়ে পড়েছিলেন। এখন, টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে আশা-র ছেলে আনন্দ ভোঁসলে এ ধরণের গুজব উড়িয়ে দিয়েছেন। আশা ভোঁসলে-র ছেলে তাঁর মৃত্যুর গুজবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

শাবানা শেখ নামে এক ফেসবুক ব্যবহারকারী, ফুল দিয়ে সাজানো আশা দেবীর একটি ছবি শেয়ার করার পর থেকেই এই ঘটনা শুরু হয়। এই ডিলিট হওয়া পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে আর নেই, একটি সংগীত যুগের অবসান (০১ জুলাই ২০২৫)।’ আর যা দেখে রীতিমতো বিচলিত হয়ে পড়েন কিংবদন্তি গায়িকার অনুরাগীরা। এবার এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে আনন্দ ভোঁসলে বলেছেন, ‘এটা ভুয়ো খবর।’

গত মাসে আশা একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। রেখার ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, আশা ছবির গান ‘দিল চিজ কেয়া হ্যায়’ গাইছেন। মুজফ্ফর এবং রেখাও তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন।

১৯৮০ সালে সংগীত পরিচালক আরডি বর্মনের সঙ্গে বিয়ে করেন আশা। সম্প্রতি তিনি তাঁর সেই সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, আশা বলেছিলেন, ‘সংগীতই ছিল এই সম্পর্কের প্রেরণা। তিনি আমাকে বলতেন সবসময় নতুন কিছু করতে। যেমন, আমার কণ্ঠস্বর বদলে ফেলতে। আর তিনি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে সেই গানগুলিতে আমাকে সাহায্য করত।’

আশা ভোঁসলে হিন্দি সিনেমার সবচেয়ে সফল গায়িকাদের একজন। আট দশকেরও বেশি সময় ধরে চলা তার কর্মজীবনে তিনি একাধিক ভারতীয় ভাষায় সিনেমা এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button