আসুন পরিবেশের ভারসাম্য রাখতে বেশি করে গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড সাহেব বাজার আন- নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ১০ জুলাই বৃহস্পতিবার বিকেলে তিন ধাপে শতাধিক গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
আবদুর রহমান আর্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
প্রধান অতিথি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে, একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাতে হবে, মাদকমুক্ত, বাল্যবিবাহ, যৌতুক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শিক্ষার পাশাপাশি ভালো কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন আন নূর ইসলামী পাঠাগারের সহকারী সেক্রেটারী মারুফ মজুমদার, সহকারী অফিস সম্পদক রায়হান হোসেন, আরো উপস্থিত ছিলেন আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের পরিচালনা কমিটির সদস্য শাফায়ত ,হৃদয়, শান্ত প্রমূখ।



