অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে কারাগারে আটক রাখার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। এ বিষয়ে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
দুদক তাদের আবেদনে বলেছে, “মামলাটি এখনো তদন্তাধীন। জামিন পেলে আসামি আত্মগোপন করতে পারেন, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন অথবা তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন।”
এর আগের দিন (বৃহস্পতিবার) রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক বারকাতকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি, দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন মামলাটি করেন। এজাহারে বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেড ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে জনতা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেয়। বিশেষত ২০১৩-১৪ সালে, যখন আবুল বারকাত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি জমির মালিক না হয়েও সেটি নিজেদের বলে দাবি করে এবং ভুয়া স্থাপনার মূল্যায়ন দেখিয়ে ব্যাংকের কাছে বন্ধক রাখে। বাস্তবে কোনো স্থাপনা না থাকা সত্ত্বেও ৩ কোটি টাকার জমি ১৬৪ কোটি টাকা মূল্যায়ন করা হয়। এইভাবে ২৯৭ কোটি টাকার ঋণ অনুমোদন ও বিতরণ হয়, যা পরে আত্মসাৎ করা হয়।
আসামির তালিকা ও অভিযোগ মামলায় মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, সুপ্রভ স্পিনিংয়ের পরিচালক মো. আবু তালহা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান, সহকারী পরিচালক মোছাম্মৎ ইসমত আরা বেগম
এজাহারে বলা হয়েছে, আসামিরা ‘পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ ঋণ অনুমোদন ও বিতরণে সহায়তা করেছেন। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও তাদের সংশ্লিষ্টতা উঠে এসেছে, যদিও কিছু কর্মকর্তার পরিচয় না পাওয়ায় তাদের মামলায় অন্তর্ভুক্ত করা যায়নি।



