দক্ষিণ গাজায় নিজেদের পোঁতা মাইন বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) খান ইউনিস এলাকায় গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ক্যাপ্টেন রি বিরান (২১) প্রাণ হারান।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের ব্যবহার সন্দেহে খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিল সেনারা। ভবনগুলোতে বিস্ফোরক স্থাপন করা হয়। মাইন পোঁতার প্রায় দুই ঘণ্টা পর বিস্ফোরণ ঘটে, যাতে ক্যাপ্টেন বিরান গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে, শার্পনেলের আঘাতে তিনি আহত হন এবং পরে মারা যান।
আইডিএফ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
এর আগে গত সপ্তাহে গাজায় এক বুলডোজার চালককে হত্যা করে হামাস যোদ্ধারা। তিনি একটি ভবন গুঁড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। হামলার পর হামাস সদস্যরা সেনাদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্রও নিয়ে যায়।



