চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেড এলাকার ‘জ্যান্ট অ্যাক্সেসরিজ’ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের দল।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।”



