Top Newsখুলনা

খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি ও কুপিয়ে হত্যা

মোহনা অনলাইন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমান। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।

মাহবুবুর রহমান ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে এবং দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মাহবুব নিজ প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়।

খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, যুবদলের সভাপতি আব্দুল আজিজ সুমন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button