Top Newsআন্তর্জাতিক

ইরানে শিশু ধর্ষণ ও হত্যাকারীর মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর

ইরানে এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানে এই ঘটনা ঘটে।

দেশটির বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে বলা হয়, নিহত শিশুটির পরিবার মামলার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের অনুরোধ জানায়।

প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি জানান, এই মামলাটি সমাজে ব্যাপক আবেগপ্রবণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল, যার কারণে এটি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে।

এই বছরের মার্চে অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, যা পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত কর্তৃক বহাল রাখা হয়।

আতাবাতি আরও জানান, ভুক্তভোগীর পরিবার এবং নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে ও মামলাটির সামাজিক প্রভাব বিবেচনায় নিয়ে জনসমক্ষে রায় কার্যকর করা হয়েছে।

ইরানে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর নতুন নয়। সাধারণত যেসব অপরাধ সমাজে চরম প্রভাব ফেলে, সেসব ক্ষেত্রে এই ধরনের শাস্তি দেওয়া হয়ে থাকে। ধর্ষণ ও হত্যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, চীনের পর ইরান বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button