জাতীয়

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষে সরকার কাজ করছে। আর কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গণমাধ্যম সংস্কার কমিশন বিষয়ে তিনি বলেন, দ্রুতই গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হবে। সেখানে করণীয় ঠিক করা হবে। নির্বাচনে গণমাধ্যমের কর্মীদের হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিসহ রাজশাহীর ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button