Top Newsবিনোদন

কপিল শর্মার ক্যাফেতে হামলার দায় স্বীকার করল খালিস্তানি হরজিং সিং

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় সময় শুক্রবার রাতে কানাডার ব্র্যাম্পটনে অবস্থিত কপিলের ‘ক্যাপস ক্যাফে’তে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। 

হামলার দায় স্বীকার করেছে খালিস্তানি জঙ্গি সংগঠনের প্রধান হরজিং সিং লাড্ডি। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা। এটা শুধু সাবধানবাণী।’

পুলিশ সূত্রে খবর, একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গাড়িতে করে এসে হঠাৎ গুলি চালায়। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িতে বসে থাকা অবস্থাতেই দুষ্কৃতীরা পিস্তল বের করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বহুতল ভবনের নিচতলায় কপিলের যে ক্যাফে রয়েছে, সেই ভবনের দিকেই গুলি চালানো হয়েছে। তবে কপিলের ক্যাফে হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই ঘটনার পর কপিলের টিমের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা ক্যাপস ক্যাফে খুলেছিলাম গরম কফির সঙ্গে উষ্ণ অভ্যর্থনা পরিবেশন করব বলে। আশা ছিল বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মধ্য দিয়ে আমাদের বিদেশি পরিবারের সকলকে নিয়ে একটা জমাটি আড্ডা হবে।

‘আমরা স্বপ্ন দেখেছিলাম, এই ক্যাফে আগত অতিথিদের জীবনে আনন্দঘন মুহূর্ত তৈরি করবে। কিন্তু এহেন হিংসামূলক ঘটনা ঘটিয়ে আমাদের এই স্বপ্নভঙ্গ করা ভীষণই হৃদয়বিদারক। আমরা এখনও ধাক্কা সামলে যাচ্ছি, তবে হাল ছাড়ছি না।’

উল্লেখ্য, বলিউডে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা কপিল শর্মা সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। দেশ-বিদেশে জনপ্রিয়তার পাশাপাশি কানাডায় ‘ক্যাপস ক্যাফে’ চালু করে নতুন অধ্যায় শুরু করেছিলেন কপিল। এর মধ্যেই তার ক্যাফে ঘিরে দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় হতবাক অনুরাগীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button