Top Newsআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইইউ ও মেক্সিকোর পণ্যে ৩০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মোহনা অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি এই দুই বাণিজ্যিক অংশীদার পাল্টা ব্যবস্থা নেয়, তবে তিনি আরও বেশি হারে শুল্ক আরোপ করবেন।

২৭ সদস্যবিশিষ্ট ইইউ জানিয়েছে, তারা ১ আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।

চলতি সপ্তাহে ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের ওপরও শুল্ক বসানো হবে, যা একই দিনে কার্যকর হবে। এ ছাড়া ছোট কিছু বাণিজ্য অংশীদার দেশকে সতর্ক করে চিঠিও পাঠানো হয়েছে।

শুক্রবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, “ইইউর সঙ্গে আমাদের দীর্ঘদিনের বাণিজ্য আলোচনার ফলাফল সন্তোষজনক নয়। ইইউর শুল্ক ও অশুল্ক বাধা এবং বাণিজ্য নীতিমালার কারণে দীর্ঘমেয়াদি ও বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।”

ট্রাম্প ইইউ ও মেক্সিকোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি পাল্টা শুল্ক আরোপ করা হয়, তবে আমি এই ৩০ শতাংশের চেয়েও বেশি শুল্ক আরোপ করব।”

ইইউ’র প্রতি সমালোচনামূলক অবস্থান আগেও দেখিয়েছেন ট্রাম্প। চলতি বছরের ২ এপ্রিল তিনি ইইউসহ আরও কিছু দেশের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক প্রস্তাব করেন এবং আলোচনা থেমে গেলে তা ৫০ শতাংশে বাড়ানোর হুমকি দেন।

ওয়াশিংটন ও ব্রাসেলস ৯ জুলাইয়ের মধ্যে চুক্তিতে পৌঁছাতে চেয়েছিল, তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা আসেনি।
মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ইইউর সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫.৬ বিলিয়ন ডলার।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেন জানান, ইইউ এখনো ১ আগস্টের আগেই একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তিনি বলেন, “বিশ্বের অল্প কয়েকটি অঞ্চলই ইউরোপীয় ইউনিয়নের মতো খোলামেলা ও ন্যায্য বাণিজ্য চর্চা করে। আমরা ইইউর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।”

গত মাসে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, “আশা করি একটি ন্যায্য চুক্তি হবে। দুই পক্ষের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button