২০ বছর বা তার বেশি কারাভোগকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে সদ্য আরও ২৯ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারা বিধি ৫৬৯ অনুযায়ী ‘২০ বছর নিয়ম’ অনুসারে এবং ফৌজদারী কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এই মুক্তির আদেশ দেওয়া হয়েছে। সাজা রেয়াতসহ যেসব বন্দি ২০ বছর পূর্ণ করেছেন, তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হচ্ছে।
২০২৫ সাল পর্যন্ত এ নিয়ে মোট ১০৭ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দি একই নিয়মে মুক্তি পেয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের মানবিক নীতির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দীর্ঘদিন শাস্তি ভোগ করা বন্দিরা পুনর্বাসনের সুযোগ পান।



