Top Newsরাজনীতি

সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে সরকার

মোহনা অনলাইন

জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশব্যাপী হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্কিত বলে জানিয়েছেন তিনি।

কারণ, অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। রোববার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জাতীয় পার্টি (রওশন) আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড-সন্ত্রাস-চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মামুনূর রশিদ বলেন, ১০ জুলাই পুরান ঢাকায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডসহ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধে গোটা জাতি চরম আতঙ্কে রয়েছে। বাংলাদেশের আঠারো কোটি মানুষ এসব কল্পনাতীত অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারোরই কাম্য নয়।

তিনি বলেন, এই পরিস্থিতিতে জাতীয় পার্টি মনে করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে মুক্তির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্রজনতা— সবার ঐক্যের কোনো বিকল্প নেই। দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এবং অর্থনীতির চাকা ধ্বংস করতে চক্রান্ত চালাচ্ছে। একই চক্রান্ত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেও চলছে, যাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অর্জিত সুনাম বিনষ্ট করা যায়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button