চলতি মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দ্বাদশ দিনের আলোচনায় এই লক্ষ্য তুলে ধরেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, “কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য গড়ে তুলে একটি জাতীয় সনদ প্রণয়ন করতে হবে। আমাদের লক্ষ্য ৩০ জুলাইয়ের মধ্যেই প্রক্রিয়া শেষ করা। প্রয়োজনে বড়জোর ৩১ জুলাই পর্যন্ত সময় নেওয়া যেতে পারে।”
আলী রীয়াজ বলেন, “জুলাই-অগাস্ট আন্দোলনের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা চাই এই মাসেই একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে। নাগরিকরাও এটি নিয়ে প্রত্যাশায় আছেন।”
রোববারের আলোচনার মূল বিষয় ছিল জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। ইতোমধ্যে জরুরি অবস্থা ইস্যুতে আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।
দলগুলোর সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আলী রীয়াজ বলেন, “আপনাদের অংশগ্রহণ প্রমাণ করে, আপনারা আন্তরিকভাবে সংস্কার ও ভবিষ্যৎ পথনকশা তৈরিতে আগ্রহী। আমরা প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাই না, কারণ এতে অন্যান্য সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হচ্ছে।”
তিনি আরও জানান, “কিছু মৌলিক বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে দলগুলো কাছাকাছি অবস্থানে রয়েছে। বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে।”



