শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ জুলাই) তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যেই তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
১০০ বছর বয়সী মাহাথির দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছেন এবং এর আগে একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন। শারীরিক অবস্থার কারণে সম্প্রতি তিনি প্রায়ই হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ গত অক্টোবরে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার ছিল মাহাথিরের শততম জন্মদিন। তার স্ত্রী হাসমা মোহদ আলির ৯৯তম জন্মদিন ছিল শনিবার। জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে অংশ নিতে নিজেই গাড়ি চালিয়ে যান মাহাথির এবং ঘণ্টাখানেক সাইকেল চালানোর পর ক্লান্ত হয়ে পড়েন। এরপর অনুষ্ঠান শেষ না করেই তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।
চিকিৎসক থেকে রাজনীতিক হয়ে ওঠা মাহাথির ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেন। পরে ২০১৮ সালে বিরোধীদলীয় জোটের নেতৃত্বে আবারও ক্ষমতায় ফিরে এলেও রাজনৈতিক সংকটের কারণে তার সরকার দুই বছরেরও কম সময় টিকেছিল।



