চলতি বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনে চেষ্টা চালিয়ে এলেও ফল না মেলায় ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনায় অনীতায় ক্ষুব্ধ হয়ে ট্রাম্প এ সিদ্ধান্তের ইঙ্গিত দেন।
রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যান্ড্রুজ যৌথ ঘাঁটিতে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট দেব, ওদের এটার খুব প্রয়োজন।”
পুতিনের আচরণ নিয়ে ট্রাম্প বলেন, “তিনি সকালে সুন্দর কথা বলেন, আর সন্ধ্যায় বোমা ফেলেন। এটা আমি পছন্দ করছি না।”
তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু ব্যবস্থা নেওয়া জরুরি।
সম্প্রতি ট্রাম্প জানান, তাঁর সরকার ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে এমন অস্ত্র বিক্রি করবে, যা তারা ইউক্রেনকে দিতে পারবে।



