গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ট্রাকটি রেললাইনের পাশের একটি বড় গর্তে পড়ে আটকে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃষ্টিতে সৃষ্ট গর্তে ট্রাকটি পড়ে গেলে চালক স্থানীয়দের সহায়তায় সরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।
স্থানীয়রা জানিয়েছেন, সোনাখালী রেলক্রসিংয়ের সামনেই বৃষ্টির কারণে বেশ কয়েকটি বড় গর্ত তৈরি হয়েছে। এর একটিতে ট্রাকটি আটকে পড়ে। এরপর থেকে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বলেন, “ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”



