Top Newsসংবাদ সারাদেশ

পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তাকে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

মোহনা অনলাইন

খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সুশান্তকে পুলিশ পরিচয়ে হাতকড়া পরিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় পথচারীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদারের লিখিত অভিযোগে জানা যায়, মো. রেজা, বাবু মণ্ডল ও আরও তিনজন মিলে এ অপহরণে জড়িত ছিলেন। তারা সুশান্তকে মারধর করে ট্রলারে করে জেলখানা ঘাটের দিকে নিয়ে যান। অপহরণের পর তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযোগে বলা হয়, বাবু মণ্ডল আগেও সুশান্তের কাছে টাকা দাবি করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি।

খুলনা সদর থানায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, পুলিশের তৎপরতায় আতঙ্কিত হয়ে অপহরণকারীরা সুশান্তকে একটি বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। পরে তেরখাদা থানা পুলিশের সহায়তায় রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানও অপহৃত সুশান্ত কুমারের উদ্ধার নিশ্চিত করেছেন। তিনি খুলনার ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button