Top Newsশিক্ষা

বাকৃবি’র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তালা ঝুলালো শিক্ষার্থীরা

মোহনা অনলাইন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে একদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত পূবালী ব্যাংক প্রথমে তালাবদ্ধ করা হয়। এর পরপরই নতুন প্রশাসনিক ভবন এবং কোষাধ্যক্ষের অফিসেও একই ব্যবস্থা নেওয়া হয়। তবে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল- ‘প্রশাসনের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে,’ ‘ছাত্র সমাজ জেগেছে,’ এবং ‘টালবাহানার বিরুদ্ধে ডাইরেক্ট একশন।’

তারা জানায়, ছয় দফা দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখা এবং ক্যাম্পাসের সমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আরও বলে, ‘এখনো পর্যন্ত প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। দাবিগুলো দ্রুত মানা না হলে আন্দোলন আরও শক্তিশালীভাবে চালানো হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button