Top Newsজাতীয়

গণঅভ্যুত্থানকালের ৩৪ মামলায় চার্জশিট, ১৩টিই হত্যা মামলা

মোহনা অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় দায়ের করা মামলার মধ্যে ৩৪টির চার্জশিট জমা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে। এই ৩৪টি মামলার মধ্যে ১৩টি হত্যা মামলা এবং বাকি ২১টি বিভিন্ন ধারার মামলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায়ও এই হত্যা মামলাগুলো হয়েছে। অন্যান্য ধারার ২১টি মামলা হয়েছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায়।

হত্যা মামলায় মোট ১ হাজার ৩৯০ জনকে আসামি করা হয়েছে এবং অন্যান্য ধারার মামলায় আসামির সংখ্যা ৭৭৭ জন। পুলিশ সদর দপ্তর আরও জানায়, এই মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাকি মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button