রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। এজন্য মনোনয়ন ফরম উত্তোলনের সময় আরও ১ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনারদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে দফায় দফায় কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। এছাড়া গত ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও এ বিষয়ে একমত পোষণ করে।
এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



