চুপিসারে বিয়ে করেছিলেন বাঙালি গায়িকা মোনালি ঠাকুর। সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচটেরের সঙ্গে কয়েক বছর আগে সাতপাক ঘুরেছিলেন এই গায়িকা। শোনা যাচ্ছে, মোনালির সংসার নাকি টিকছে না। মোনালি তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন।
শোনা যাচ্ছে, লং ডিসটেন্স বিয়ের কারণে মোনালি ও তার স্বামীর মধ্যে দুরত্ব বেড়েছে। এ কারণে দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতোমধ্যেই গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না।
গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। সেই সময়ই তিনি তার স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন। মোনালি-মাইকের দাম্পত্যে ফাটল যে ধরেছে, তা একেবারে স্পষ্ট ছিল।
মোনালি ও মাইকের ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানান, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দীর্ঘ দূরত্বের বিবাহ সাধারণত এই ধরনের পরিণতির মুখোমুখি হয়।২০২০ সালে প্রথমবার মোনালি তার বিয়ে নিয়ে কথা বলেন। মোনালি ও মাইকের পরিচয় হয় এক ট্রিপে গিয়ে। দুজনে প্রথমে বন্ধুত্ব এরপর তা প্রেমে থেকে বিয়েতে গড়ায়।



